ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা মোজ্জাম্মেল হক আকন্দ, শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধক্ষ্য মাও. বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, জামায়াত নেতা আজহারুল ইসলাম শাহীন, মাও. মোজাম্মেল হক প্রমুখ।
কর্মী সম্মেলনে ছাত্রশিবির, শহর ও উপজেলার বিভিন্ন ইউনয়নের জামায়াতের কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :