ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন জামায়াতের নেতাকর্মীরা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০১:৫৮ পিএম

সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন জামায়াতের নেতাকর্মীরা

ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলামের উদ্যোগে এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১ কিলোমিটার রাস্তাটি সংস্কারের অভাবে তিন গ্রামের প্রায় ৬ হাজার মানুষের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো।

শুক্রবার সকাল ১০ টার সময় বাংলাদেশ জামায়াত ইসলাম সীমান্ত ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের নেতাকর্মীসহ গ্রামবাসীর সহযোগিতায় রাস্তাটির সংস্কার করেন।

জামায়াত ইসলামের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সীমান্ত ইউনিয়ন ২নং ওয়ার্ডের গোয়ালাপাড়া প্রাইমারি স্কুলের পাশ হতে এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। যার কারণে তিন গ্রামের মানুষসহ দুইটা প্রাইমারি স্কুল, তিনটা মাদ্রাসা, একটি বিনোদন কেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। কিন্তু সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হাওয়াই প্রায় ৬ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি জামায়াত ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা বারবার কর্তৃপক্ষকে বলার পরেও রাস্তাটি সংস্কার হয় না। ফলে সবাই মিলে ইট-বালু দিয়ে  রাস্তা সংস্কার করে, মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম সীমান্ত ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী আলা উদ্দীন, সহসেক্রেটারী মো. জালাল উদ্দীন, সহসেক্রেটারী মো. জহুর আলম, আরো উপস্তিত ছিলেন সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ড নেতৃবৃন্দ।

আরবি/জেডআর

Link copied!