বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামি ০৬ ডিসেম্বর শুক্রবার কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে ওই সম্মেলনের প্রস্তুতি চলছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। সম্মেলনকে কেন্দ্র করে উৎসব আমেজ বিরাজ করছে জামায়াতের নেতাকর্মীদের মাঝে।
সম্মেলন সফল করতে এবং জানান দিতে কুমিল্লা নগরীর বিভন্ন স্থানে প্রায় প্রতিদিনই প্রচারপত্র বিলি করছেন নেতাকর্মীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।
এরই মধ্যে টাউনহল মাঠে মঞ্চ তৈরি ও ডেকোরেশনের কাজ চলছে। দীর্ঘ বছর পর কুমিল্লার টাউনহলে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে সাধারণ মানুষকেও প্রচারপত্র বিলির মাধ্যমে আকৃষ্ট করা হচ্ছে।
কুমিল্লা কান্দিরপাড় এলাকায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে প্রচারপত্র বিলি করেন মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।
কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, কর্মী সম্মেলন হলেও আমরা আশি করছি সেটি বিশাল জনসভায় রুপ নেবে। সাধারণ জনগণও সম্মেলনে যোগ দিতে পারবে।
আমির কাজী দ্বীন মোহাম্মদ জানান, কুমিল্লা টাউন হল মাঠের কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও এএইচএম আব্দুল হালিম। তিনি আরো বলেন, এটি কর্মী সম্মেলন হলেও আমরা আশাকরি সম্মেলন বিশাল জনসভায় রূপ নিবে। ফ্যাসিবাদের পতনে জনগণ এরকম সমাবেশে যোগদিতে উদগ্রীব হয়ে আছে।
আপনার মতামত লিখুন :