ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পদত্যাগ করলেন জাপার সাংগঠনিক সম্পাদক শাফিউল

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৮:৩৭ পিএম

পদত্যাগ করলেন জাপার সাংগঠনিক সম্পাদক শাফিউল

ছবি : রূপালী বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়নে পদত্যাগ করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর দর্শনা এলাকায় সংবাদ সম্মেলন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে শাফি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে রাজনীতিতে থেকে কাজ করা সম্ভব নয়। তাই ছাত্র-জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে পদত্যাগ করছি।’

তিনি বলেন, ‘বিগত সময়ে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে অনেক মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। জুলাই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়েও ছাত্র-জনতার আন্দোলন চলাকালেও একটি মামলা হয়েছে আমার নামে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর অবস্থা বেশি ভালো না। তাই সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল থেকে সরে এসে নিরপেক্ষভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার কথা চিন্তা করছি।’

জানা গেছে, শাফি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

শাফিউল ইসলাম শাফির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াছির বলেন, শাফি পদত্যাগ করেছে এবিষয়ে আমাদের জানা নেই। তার পদত্যাগপত্র এখনো আমরা হাতে পাইনি। তিনি ছাত্র জীবনে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলাও ছিল। আওয়ামী লীগ সরকারের সময় এসব মামলা থেকে নিজেকে বাঁচতে দলের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের কাছে মিনতি করে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন।’

আরবি/ এইচএম

Link copied!