বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোট সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আমরা জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই। জামায়াতে ইসলামী আমাদের আরেকটি মিত্র দল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর নিজ আসন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এহসানুল হুদা বলেন, ‘জামায়াত নির্যাতিত দল। তারা আমাদের বন্ধু। তবে তারা যদি চায় আলাদা নির্বাচন করবে সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। যারা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল তারা সবাই আমাদের বন্ধু। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা নতুন করে সমাজ বিনির্মান করতে স্বপ্ন দেখছি। বিগত ১৬টি বছর সৈরাচার সরকার বিরুধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি দুই বার কারাগারে নির্যাতিত হয়েছি। ২০২৪ সালের নির্বাচনের আগে তিন মাস কারাবরণ করতে হয়েছে। গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১২দিন রিমান্ডে ছিলাম মোট ১৬দিন কারাগারে ছিলাম। আমাকে হাত-পা-চোখ বেধে জম টুপি মাথায় পড়িয়ে অমানবিক নির্মম নির্যাতন করা হয়। আমরা ২০২৪ এ দাঁড়িয়ে আছি ২০০১ অতীত। অতীত নিয়ে আমি সময়ই নষ্ট করবো না। আমি নমিনেশন পাবো এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) ধানের শীষের আসন জয়লাভ করবে এটা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :