ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত করে ৬ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টায় সমিতির হলরুমে সদস্যদের নিয়ে সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে ৬ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নূর হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহেব হোসেন এবং অ্যাডভোকেট মু. কামরুল আহসান, অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট মু. শামীম আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
আপনার মতামত লিখুন :