চুয়াডাঙ্গা জেলার দামুড়হূদা উপজেলার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে দর্শনা পুরাতন বাজারে একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটকদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন-জীবননগর কাশিপুরের বাহার আলীর ছেলে মমিনুল (২৪), দর্শনায় ইসলাম বাজারের চঞ্চলের ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলীর ছেলে সাকিব হাসান (২০), দর্শনা কেরু হাসপাতাল পাড়ার আসিফ (২১), দর্শনা কেরু পাড়ার তসলিমের ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলামবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)।
যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা যায়, দর্শনা পুরাতন বাজারে অবস্থিত বিএনপি নেতা মো. টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করে যৌথবাহিনী। তাদের দেখে ২০/২৫ জন প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করা হয়। তবে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
দর্শনা থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম জানান, যৌথবাহিনী বেলা দুইটার দিকে ৬ জনকে দর্শনা থানায় সোপর্দ করলে প্রসিকিউসনের ১৫১ ধারায় তাদেরকে কোটে চালান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন জানান, অবৈধ অস্ত্র থাকতে পারে এমন গোপন খবর পেয়ে বাড়িটি তল্লাশি করা হয়। ৬ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তবে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :