বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদের চাঁপাইনবাবগঞ্জের বাড়ির সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখার পর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছে।
ওই নেতার নাম মুন্সি নজরুল ইসলাম সুজন, তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। রোববার (১৫ ডিসেম্বর) রাতে পাঠানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, এদিন রাতে সুজন ও তার সহযোগীরা ‘জয় বাংলা’ লেখার সময়ের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
সোমবার দুপুরে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিজয় র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ। তিনি বলেন, গতকাল রাতে আমার বাড়ির সামনে জয় বাংলা লিখে যায় স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ তাকে গ্রেপ্তার করায় ধন্যবাদ জানাই।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস বিষয়টি অস্বীকার করে বলেন, সুজনের নামে বিস্ফোরকসহ কয়েকটি মামলা চলমান রয়েছে। সেসব মামলার মধ্যে একটি বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :