বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও দলীয় পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে যুবদল।
বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যা ও শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে দেখা গেছে। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং বিভিন্ন অসুবিধা হয়। এসব বিষয় চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা শরীয়তপুর জেলা যুবদলের নেতাকর্মীরা গত তিনদিন ধরে জেলায় থাকা এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছি।
বুধবার বিকাল পাঁচটার মধ্যে সব পোস্টার ফেস্টুন অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছিল। কেউ যদি দলীয় সিদ্ধান্ত না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :