ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০২:৪৮ পিএম

সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ সভাপতি ও কৃষক লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। ২১ জানুয়ারি মঙ্গলবার মধ্যনগর থানাধীন মহিষখলা ও চাপাইতি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আইন উদ্দিন ( ৪১) এবং মোশাররফ হোসেন (৪১) নামে পতিত সরকারের দোসর দুই জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি আইন উদ্দিন পিতা-আঃ হামিদ ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং আসামি মোশাররফ হোসেন, পিতা-মৃত একিন আলী ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।

আরো জানা যায়, গত নভেম্বরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল। মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন রাজনৈতিক মামলা হেতু তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরবি/জেডআর

Link copied!