বগুড়ায় যুবলীগের দাপুটে নেতা ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব শেখকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ৬ খুন, বিস্ফোরক, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে।
বুধবার বগুড়া শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকায় তিনঘন্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। আলহাজ্ব শেখ (৫৫) সূত্রাপুরের মৃত মুনছুর শেখের ছেলে। তিনি বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি। এছাড়া বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, খুনসহ ২০ মামলার পলাতক আসামি নিজ বাড়িতে অবস্থান করছিল। গোপন তথ্যে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিমের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। গত ২০ আগস্টে বগুড়া সদর থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :