ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৫:৪২ পিএম

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ছবি: রূপালী বাংলাদেশ

বরিশাল নগরীর গোরস্থান রোড এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত শাহরিয়ার সাচিব রাজিব (৪৭) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, আহত রাজিবকে হামলার সময় সিসিটিভি ফুটেজে দেখা গেছে। দুই ব্যক্তি ধারালো দা নিয়ে তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

আহত শাহরিয়ার সাচিব রাজিব বরিশালের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

রাজিবের বোন শাহীনা আজমিন বলেন, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের পূর্ব বিরোধ ছিল। এ জের ধরেই বাসায় ফেরার পথে ওই ব্যক্তি এবং আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে আহত রাজিবের স্ত্রী জানান, জ্ঞান থাকা অবস্থায় রাজিব বলেছেন, অক্সফোর্ড মিশন রোডের টেইলার্স বাচ্চু এবং আরেকজন পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়েছে।

রাজিবের হাতে, পায়ে ও বুকে প্রায় ১২টি আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে হামলার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

আরবি/জেডআর

Link copied!