ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কালাইয়ে গুড নেইবারসের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৩:১২ এএম

কালাইয়ে গুড নেইবারসের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

ছবি: রূপালী বাংলাদেশ

মানুষের মৌলিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অধিকার হলো চিকিৎসা। এ অধিকার পৌঁছে দিতে জয়পুরহাটের কালাই উপজেলার গ্রামীন পল্লীতে কাজ করছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কালাই, সিডিপি।

 মানুষের দোরগোড়ায় এ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ ক্যাম্পেইন এর আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি। এ উপলক্ষে অর্থোপেডিক্স, শিশুরোগ, গাইনি এন্ড অবস এবং মেডিসিন বিশেষজ্ঞ রোগ বিষয়ে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। কালাই সিডিপির কার্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তাররা শিশু-কিশোরসহ বিভিন্ন সমস্যা নিয়ে আসা ২৫০ জন রোগী দেখেন। 

এর আগে এক আলোচনা সভায় সংস্থার কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলী মৃ‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. রোমানা আফরিন কো-অর্ডিনেটর সিভিল সার্জন অফিস জয়পুরহাট, কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সল নাহিদ পবিত্র, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক। 

এ সময় পিডিপির এডমিন অফিসার  আসলাম আলী, হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডিপির প্রোগ্রাম অফিসার ইয়ারুল ইসলাম। 

আরবি/জেডআর

Link copied!