বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৫:৪০ পিএম

কাপ্তাই হ্রদের পানি বেড়ে দুই উপজেলার ঘরবাড়িতে তলিয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৫:৪০ পিএম

কাপ্তাই হ্রদের পানি বেড়ে দুই উপজেলার ঘরবাড়িতে তলিয়েছে

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটি: কাপ্তাই হ্রদের পানি বাড়ছে,২উপজেলার ঘর বাড়িতে পানি উঠেছে। মানবেতর জীবনযাপন করছে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বানবাসীরা। গত ২-৩ দিনের প্রবল বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে বেশির মানুষের বাড়ি ঘর পানিতে ডুবে গেছে। বাঘাইছড়ি ও লংগদু এই দুই উপজেলার অনেকে পানি বন্দী হয়ে পড়েছে।

লংগদু থেকে গোলামুর রহমান ও বাঘাইছড়ি থেকে মহি উদ্দিন জানিয়েছেন, গত ২-৩ ধরে ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে চলে গিয়ে লংগদু ওবাঘাইছড়ি উপজেলার নিন্মাঞ্চলের বাড়ি ঘরে পানি উঠে মানবেতর জীবনযাপন করছে পানি বন্দী লোকজন। শুনেছি হ্রদের পানি না-কি ছেড়ে দেয়া হয়েছে কিন্তু পানি ছেড়ে দিলে এখানে পানি কমছে না কেন এমন প্রশ্ন অনেকের। 

এদিকে হ্রদের পানি বেড়ে গিয়ে বাঘাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তা ঘাট পানিতে ডুবে গেছে। একইভাবে লংগদু এলাকার নিন্মাঞ্চলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গিয়ে স্কুলে যেতে নিদারুণ কষ্টে পড়েছে শিক্ষার্থীরা। পানি পাড় হয়ে যেতে হচ্ছে স্কুলে।

স্থানীয় লোকজন তাদের কষ্টের কথা বলেন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর হ্রদের পানি বাড়ছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার কারনে এখন আমরা মানবেতর জীবনযাপন করছি। আর একটু পানি বাড়লে ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পানি যে ভাবে বাড়ে তাতে আমাদের বাচ্চারা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বেশ কিছু বাড়ি ঘর এবং শিক্ষা পানিতে তলিয়ে গেছে। যে সকল এলাকায় পানি উঠেছে ওই সব এলাকা আমরা পরিদর্শন করেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা দেওয়া হবে। যদি এর চেয়ে বেশি পানি বেড়ে যায় তাহলে পানি কমাতে কর্তৃপক্ষকে জানানো হবে।


 

আরবি/জেডআর

Link copied!