বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন ২০২৪ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা বাংলাদেশে একযোগে শুরু হওয়া মেধা যাচাই পরীক্ষায় তালা উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো-পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠ, আল-ফারুক আদর্শ একাডেমি, সোনামনি কিন্ডার গার্টেন, কুমিরা কিন্টার গার্টেন, খলিষখালী প্রি-ক্যাডেট স্কুল।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ।
কেন্দ্র পরিচালক পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠের অধ্যক্ষ দীলিপ ভট্টাচার্য্য জানান, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে কোন রকম সমস্যা ছাড়াই সু-শৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী, কোন রকম সমস্যা ছাড়াই সকল পরীক্ষা শেষ করতে পারব।
পাটকেলঘাটা আল-ফারুক আদর্শ একাডেমির অধ্যক্ষ আব্দুল হালিম জানান, ছোট ছোট কোমলমোতি শিক্ষার্থীদের স্বার্থে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক বাছাই করে কক্ষ পরিদর্শক নিয়োজিত করেছি। সে অনুযায়ী আজকে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমরা সকলের প্রচেষ্টায় এগিয়ে যাবো।
এ সময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ পরীক্ষা গ্রহণে সার্বিকভাবে সহযোগিতা করেন।
আপনার মতামত লিখুন :