ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

গরুর বাছুর ভাগাভাগি নিয়ে ছোট ভাইকে কামড়ে মারল বড় ভাই

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৪০ পিএম

গরুর বাছুর ভাগাভাগি নিয়ে ছোট ভাইকে কামড়ে মারল বড় ভাই

ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে গরুর বাছুর ভাগাভাগিকে কেন্দ্র করে বড় ভাইয়ের কামড়ে মারা গেছেন ছোট ভাই নুরুল আবছার মামুন। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার মামুন (২১) নয়াপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। ঘটনার পর ঘাতক সৎ বড় ভাই আবু মুছা (৩০) পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে একটি গরুর বাছুর ভাগাভাগিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আবু মুছা ক্ষিপ্ত হয়ে সৎ ছোট ভাই নুরুল আবছার মামুনের কানে কামড় দেন। এতে প্রচুর রক্তক্ষরণ হলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে মামুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকাল সাড়ে তিনটার দিকে নুরুল আবছার মামুন মারা যান।

এ বিষয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে একটি গরু বাছুর ভাগাভাগি নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড়ভাই কানে কামড় দিলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে মামুনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, নিহত নুরুল আবছার মামুনের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক আবু মুছাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরবি/এইচএম

Link copied!