ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

পাঁচবিবি সীমান্ত হতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৫:০১ পিএম

পাঁচবিবি সীমান্ত হতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২৯৭ পিচ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনস্থ হাটখোলা বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্তের মেইন পিলারের ২৮১/৫ সাব পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মাঠ থেকে উদ্ধার করা হয়।

হাটখোলা বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মজনু মিয়া বলেন, ভারতের ওপার হতে চোরাকারবারীরা ফেনসিডিল নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের সময় হাটখোলা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফেলে রেখে পালিয়ে যায়। যার আনুমানিক সিজার মূল প্রায় ১ লক্ষ ৮ হাজার ৮শ টাকা।

আরবি/জেডআর

Link copied!