মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
এম এয়াকুব আলী

মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এলডিপি কাজ করছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:৪০ এএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এলডিপি কাজ করছে

ছবি: রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি উপজেলা ও গৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে পটিয়া উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মো. মনসুর আলমের সভাপতিত্বে ও উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় এলডিপির শিল্প ও বানিজ্য সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পৌর এলডিপির সভাপতি ইন্জি. আবদুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সওদাগর, পৌর এলডিপির সহ-সভাপতি ডা. রিজওয়ান আজাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম রানা, শামসুল আলম সিকদার, মো. ছৈয়দ, পৌর এলডিপির সদস্য সচিব মুজিবুর রহরমান, যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামান, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, জঙ্গলখাইন ইউপি সভাপতি সেলিম চৌধুরী, খরনা ইউপি সভাপতি আবদুর রশিদ, শোভনদন্ডী ইউপি সভাপতি হারুনুর রশিদ, ছনহরা ইউপি বাবু অজিত দাশ, গনতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তামিম, পৌর এলডিপি নেতা কবির সওদাগর, মো. দেলোয়ার, ওসমান, শাহ আলম, মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। এলডিপি সহ সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ভারত বসে তার দোসরদের নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। ভারত ভিয়েনা কনভেনশন অনুযায়ী কুটনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার শর্ত লঙ্ঘন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অসত্য ও অতিরঞ্জিত প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তার ফসল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা। ভারত সরকার এই হামলার দায় এড়াতে পারে না।

জেলা এলডিপির এ নীতিনির্ধারক আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য। মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে বিজয় দিবসে স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নসাৎ না করি বিজয় দিবসে এটাই আমাদের প্রত্যয় হোক।

আলোচনা সভা শেষে রাত বারোটা এক মিনিটের সময় জেলা, উপজেলা ও পৌরসভা এলডিপি নেতাকর্মীদের সাথে নিয়ে পটিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।

আরবি/জেডআর

Link copied!