ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে নিম্নচাপ মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৪:৪১ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপ মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

ছবি: রূপালী বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শনিবারও (১৪ সেপ্টেম্বর) মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপ পরবর্তী নিম্নচাপের ফলে শুক্রবার বিকেল থেকে মোংলার উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত দুইটি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহণের কাজ। তবে স্বাভাবিক রয়েছে অন্য ৫টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওটানামার কাজ বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ। এদিকে গত ২৪ঘন্টায় মোংলায় ৭০মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন ধরেই অব্যাহত থাকবে। 

অপরদিকে টানা ভারী বর্ষনে এখানকার জনজীবনে তার বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ি ঘের তলিয়ে ক্ষতির আশংকায় স্থানীয়রা। এছাড়া এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করায় লোকজনের স্বাভাবিক কাজ-কর্মও বিঘ্নিত হচ্ছে। শহরে দোকাটপাট খুলেছে কম। তবে এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা।


 

আরবি/জেডআর

Link copied!