বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৫:১৩ পিএম

চৌগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৫:১৩ পিএম

চৌগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নিহত আনিসুর রহমান। ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষ। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এর আগে সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হন তারই বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশা। তারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আর প্রতিপক্ষ বিএনপি।

চৌগাছা থানার পুলিশ আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের সেজভাই আশিকুর রহমান ও ফুফাতো ভাই সাংবাদিক শাহানূর আলম উজ্জ্বল জানিয়েছেন, রাতে জগন্নাথপুর এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিসুর। এ সময় লেন্টু, হাদী, ওহিদুল, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমুর্ষূ অবস্থায় রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

নিহত আনিসুরের বড়ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আশাকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করে বলে জানান শাহানূর আলম উজ্জ্বল।

এ বিষয়ে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে আনিসুর রহমানের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। আজ ভোর ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে প্রতিপক্ষের হাতে তিনি গুরুতর আহত হন। নিহত আনিসুর ও তার ভাই সাবেক চেয়ারম্যান আশা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রতিপক্ষ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি।’

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

আরবি/জেডআর

Link copied!