মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলাধীন কাজী খোলা এলাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষ ৭ হাজার টাকা ছিনতাই করে হত্যা চেষ্টা করেছে দূর্বৃত্তরা। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়নের কাজীখোলা এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৫ ঘটিকায় কাজীখোলা কবরস্থান মোড় থেকে মুক্তার হোসেন, হাবিবুর, রিয়াদ ও বজলু সহ একাধিক লোক দেশীয় অস্ত্র হকিস্টিক, চেইন, রাম দা ও চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে ও শরীরে আঘাত করে গুরুতর আহত করেন। এরপরে তার কাছে থাকা ৫ লক্ষ্য ৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করে।
ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, আমি এই এলাকায় বাড়ি করি মূলত সমাজ নিয়ে ঝগড়ার জেরে, দীর্ঘদিন যাবত ওরা আমাকে হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় আজ সকালে আমার সাথে এই ঘটনা ঘটে। আমার টাকা পয়সা লুট করে ছিনিয়ে নিয়ে যায় তারা । প্রশাসনের কাছে আমি বিচার চাই।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার সরকার বলেন, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :