বগুড়ার নন্দীগ্রামে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৪জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার নন্দীগ্রাম শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তির সেমিনার অনুষ্ঠিত হয়। `টাইম ম্যানেজমেন্ট` সাফল্যর চাবিকাঠি প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে সভাপতিত্বে করেন টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাইখ আহম্মেদ রিংকু। প্রধান আলোচক ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট প্রধান প্রফেসর ডা. মিফতাউল ইসলাম মিলন।
সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রভাষক মো. জিয়াউর রহমান, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র মহন্ত, পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম প্রমুখ।
২০২২-২৩ সালে অনুষ্ঠিত মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়। সেমিনারে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করা বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে বই প্রদান করেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :