জয়পুরহাটের পাঁচবিবিতে জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত (আরএমটিপি) প্রকল্পের আওতায় ‘‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় জেলার পাঁচবিবি উপজেলায় জাকস ফাউন্ডেশনের শাখা অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মো. ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, সহকারী রিজিওনাল ম্যানেজার মোঃ তোহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা এ.এ. জাবির, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ পাঁচবিবি উপজেলার উপকরণ সরবরাহকারী এবং লীড ফার্মারগণ ।
সভায় প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ, নিরাপদ সবজি উৎপাদনের উপকরণের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কৃষকগণ নিরাপদ সবজি উৎপাদনে জৈব উপকরণ, কোকোডাস্টে উৎপন্ন সবজির চারা ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে উপকরণ সরবরাহকারীগণ (নার্সারী উদ্যোক্তা, সার ও বালাইনাশক সরবরাহকারী, জৈব সার সরবরাহকারী) সঠিক মূল্যে পণ্য সরবরাহে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
উপ-প্রকল্প টি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
আপনার মতামত লিখুন :