১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১ টায় কুষ্টিয়া জিলা স্কুলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন, ড. আকুল উদ্দিন, সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দীন প্রমুখ।
জানা গেছে, ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবিদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :