বগুড়ার সারিয়াকান্দিতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটির উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় সারিয়াকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, মাধ্যমিক কর্মকর্তা সারোয়ার ইউসুফ জামান প্রমুখ।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে সন্ধ্যায় আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে পাবলিক মাঠের শহীদ বেদীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উদীচী শাখার উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা, সভাপতি আমিনুল ইসলাম হিরু, সহ সভাপতি রনজিৎ কুমার সাহা, বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক সাহাদত জামান, শাহীন আলম, এস এম সুলতানুজ্জামান সাজু, সুজিত সাগর, রণি মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :