ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

৮দফা দাবিতে সিরাজগঞ্জে সনাতন ধর্মালম্বীদের গনসমাবেশ ও মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১১:০৭ এএম

৮দফা দাবিতে সিরাজগঞ্জে সনাতন ধর্মালম্বীদের গনসমাবেশ ও মিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে গনসমাবেশ ও মিছিল করেছে সনাতনধর্মালম্বীরা। শনিবার বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌরমুক্ত মঞ্চে দাবি বাস্তবায়নে গনসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশন এলাকায় শেষ হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য  ইন্জিনিয়ার চন্দন পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরের সঞ্চালনায় উক্ত গনসমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা লুট, অগ্নিসংযোগ করা হয়েছে। আমরাও এই দেশের ভূমিপুত্র।

আমাদের জন্ম এইদেশে, তাহলে আমাদের ওপর কেন এমন অবিচার।  তাই সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় সরকারকে ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

এছাড়াও ৮ দফা দাবি বাস্তবায়নের অন্যতম নেতা চিন্ময় প্রভু সহ অন্যান্যদের ওপর মিথ্যা মামলা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাসগুপ্তর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুশিয়ারী দেন সনাতনধর্মালম্বীরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সিরাজগঞ্জ পুজা উদযাপন পরিষদের সদস্য এ্যাড.কল্যান কুমার সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, সমাজ কল্যান সম্পাদক রতন বাঁশফোরসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতনী ছাত্র সমাজ সহ সকল সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!