ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

টাঙ্গাইলে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১১:৩০ এএম

টাঙ্গাইলে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল

ছবি: রুপালী বাংলাদেশ

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের গ্রেপ্তার ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এসময় বক্তারা বলেন, মিডিয়া ও স্যোসাল মিডিয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র গ্রহণ করেননি। এটি সম্পন্ন মিথ্যা। আমরা তার পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের শাস্তি দাবি করেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরুল ইসলাম, আল আমিন, এসএম কামরুল ইসলাম, ফাতেমা রহমান বিথী ও শেরশাহ আহমেদ প্রমুখ।

আরবি/জেআই

Link copied!