ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বগুড়ায় চাঞ্চল্যকর বিপুল হত্যা, নওগাঁ থেকে খুনি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৭:৩১ পিএম

বগুড়ায় চাঞ্চল্যকর বিপুল হত্যা, নওগাঁ থেকে খুনি গ্রেপ্তার

আসামি আলিফ শেখ। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়া শহরে আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চাকরিচ্যুত করার ক্ষোভ ও চাঁদা দাবির জেরে হামলার ঘটনা ঘটে।

রোববার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আলিফ শেখকে (২৪) নওগাঁর পত্নীতলার বামনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে বগুড়া সদরের নিশিন্দারা মধ্যপাড়ার রতন শেখের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত ১৭ ডিসেম্বর শহরের মাটিডালি বিমান মোড়ে সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি নওগাঁয় আত্মগোপনে ছিল। নিহত বিপুল মিয়া (৪২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ শালমারা মিরারপাড়ার আব্দুল মজিদের ছেলে। 

গ্রেপ্তার আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে র‍্যাব জানায়, সানসাইন আবাসিক হোটেলে ভিকটিম বিপুল এবং খুনি আলিফ একসঙ্গে চাকরি করতেন। প্রায় আড়াই বছর আগে আলিফ চাকরিচ্যুত হলে তাদের সম্পর্কের অবনতি হয়। বিপুলের জন্য চাকরি গেছে ভেবে ক্ষুব্ধ ছিল আলিফ। চাকরি হারিয়ে সেই হোটেলে চাঁদাবাজি শুরু করে। ভয়ভীতি দেখিয়ে ভিকটিম বিপুলের কাছ থেকে প্রতিমাসে দুই হাজার টাকা চাঁদা নিতো। ঘটনার দিন চাঁদা না দেওয়ায় হোটেল গিয়ে হামলা করে। মদ্যপ আলিফের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো চাকু দিয়ে বিপুলকে কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরবি/জেডআর

Link copied!