গাজীপুরের কাপাসিয়া উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক নাফিসা আরেফীনের মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একে এম লুৎফর রহমানের সভাপতিত্বে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেয়া হয়েছে। বালি উত্তোলন ও মাটি কেটে ভূমির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে তা বন্ধের জন্য কার্যকরী ভূমিকা নেয়ার জন্য নির্দেশ করেন নির্বাহী অফিসার ও ভূমি অফিসারকে। শিক্ষা প্রতিষ্ঠানে অসস্তিকর পরিবেশ সৃষ্টি না করে শ্রেণির পাঠে মনোযোগী হতে হবে ছাত্রদের। সরকারকে কাজ করার সুযোগের মাধ্যমে দেশের উন্নয়নে সকলকে সহযোগিতা করতে হবে এবং সকল জায়গায় জবরদখল বন্ধ করতে। প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা জন্য সকলকে মিলেমিশে কাজ করতে হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) কর্মকর্তা দিলারা ফকিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যাান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি শাহ রিয়াজুল হান্নান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামতে ইসলামী আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন প্রমুখ।
এ ছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন,উপজেলার বিভিন্ন দফতরে কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাপাসিয়ার সমন্নয়ক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন কাপাসিয়ায় পৌঁছে প্রথম কাপাসিয়া থানা পরিদর্শন করে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা শেষে তরগাঁও ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শনসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে ব্যস্ততম দিন অতিবাহিত করেন কাপাসিয়ায়।
আপনার মতামত লিখুন :