ঢাকা রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মধ্যনগরে আইন শৃঙ্খলা ও মাদক বিষয়ক মিটিং

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৬:১৯ পিএম

মধ্যনগরে আইন শৃঙ্খলা  ও মাদক বিষয়ক মিটিং

ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগরে আজ বুধবার সকাল ১০.৩০ মিনিট এ উপজেলা প্রশাসক জনাব অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে উপজেলা অফিসে  আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মধ্যনগর থানা অফিসার ইনচার্জ, ভুমি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ওসি এল এস ডি ফায়ার সার্ভিস কর্মকর্তা, মহিষখলা বিজিবির ক্যাম্প ইনচার্জ, গিলাঘড়া বিজিবির ক্যাম্প কমান্ডার, স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃন্দ, আইন শৃঙ্খলা নিরোধ কমিটি, সাংবাদিকবৃন্দ এবং উপজেলা  বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক , কমিউনিটি হাস্পাতালের চিকিৎসক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন বক্তারা সামাজিক বিশৃঙ্খলা ,অবাধে মাদক সেবন এবং বিক্রয় প্রতিরোধ ও বিভিন্ন চাঁদাবাজি দখলবাজি সহ অন্যান্য আইন-শৃঙ্খলার বিভিন্ন  বিষয়ে আলোকপাত করেন। মধ্যনগর থানা অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন বলেন যেহেতু এটি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল ভাটি এলাকা সেহেতু দ্রুত  যোগাযোগের কোন সহজ মাধ্যম নেই।

বর্ষা মৌসুমে সমস্ত রাস্তাঘাট পানির নিচে থাকায় আমাদের বিভিন্ন অভিযান পরিচালনা করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়।তারপরেও আমরা আমাদের মাদকবিরোধী অভিযান, সামাজিক শৃঙ্খলা বিরোধী অভিযান এবং চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার আছি।

 তিনি আরো বলেন,যদি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন আশা করি আমরা সবাই একত্রে মিলে সমাজের এই অন্ধকার দূরীকরণে সফল হতে পারব।মধ্যনগর উপজেলা প্রশাসক জনাব অতীশ দর্শী চাকমা বলেন, বিগত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে তৎকালীন সরকার পতনের পর বর্তমান 

অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কাজে উপজেলা সচেতন সবাই এগিয়ে আসবেন। আইনশৃঙ্খলা বিনষ্ট হয় এমন কর্ম থেকে সবাই বিরত থাকবেন। 

তিনি আরো বলেন, এখন থেকে চাঁদাবাজি দখল বাজি,মাদক বিক্রেতা ও চোরাকারবারি এবং সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি উপজেলা সর্বস্তরের সকলকে অনুরোধ করবো আপনারা এইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এবং মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে সজাগ থাকবেন। প্রমাণিত যে কোন অভিযোগ আমলে নেওয়া হবে এবং শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। অপরাধী যে কেউই হোক তাকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো। অনুগ্রহ করে কেউ আইনের অপব্যবহার করবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না।

 যদি কারো বিরুদ্ধে কোন সুস্পষ্ট অভিযোগ থাকে ,অবশ্যই প্রশাসনকে অবহিত করুন প্রশাসন এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বদ্ধপরিকর। আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 আসন্ন দূর্গাপূজা উপলক্ষে তিনি বলেন যেহেতু এটি প্রত্যন্ত অঞ্চল, তথাপিও আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোন ধরনের কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ ব্যাপারে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে গুজব থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান এবং যদি কোন বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় অথবা কোন বিশৃংখল  জনিত দুর্ঘটনা ঘটে কাল বিলম্ব না করে অবশ্যই প্রশাসনকে অবহিত করিবেন প্রশাসন এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।

আরবি/জেডআর

Link copied!