মেহেরপুরের গাংনীতে পাট চাষে চাষিদের প্রশিক্ষনে ভুয়া তালিকা তৈরি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে গাংনী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান এর বিরুদ্দে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে গাংনী উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রলনয়ের সিনিয়ার সচিব জাহাক্সগীর আলম।
জানা গেছে, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট বীজ চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করান। এছাড়াও চাষিদের নানা
সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামশে চাষিদের প্রশিক্ষন দেওয়ার কথা ছিল। ৭৫ জন চাষিদের নিয়ে প্রশিক্ষন দেওয়ার কথা থাকলেও ৫৭ জন চাষিকে প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষনার্থিদের নাস্তা,দুপুরের খাবার ও যাতাযাত বাবদ ৮০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। যাদের প্রশিক্ষন দেওয়া হয়েছে এর মধ্যে অনেকেই আবার পাট চাষের সাথে সম্পৃক্ত নেই।
মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এএকএম হারুনর রশীদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া। পাট অধিদপ্তেরের সহকারী প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িক্ত) মো. কামাল উদ্দিন জানান, পাট চাষের উন্নেয়নের জন্য চাষিদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়ে থাকে। যদি কেনো কর্মকর্তা প্রশিক্ষনের ভুয়া তালিকা প্রদর্শন করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :