ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

মতলব উত্তরে গাছ কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৭:৩১ পিএম

মতলব উত্তরে গাছ কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নীচে পড়ে মো. জামাল আখন (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ৮ জানুয়ারি সকাল ১১টায় উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. জামাল আখন উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের সাইদ আখনের ছেলে। 

স্থানীয়রা জানান, মো. জামাল আখন গাছ কেনা-বেচার ব্যবসা করতেন। সে সিপাহীকান্দি গ্রামের মোজ্জামেল হাজারীর কাছ থেকে গাছ ক্রয় করেন। ঘটনার দিন সকালে গাছ কাটার শ্রমিক নিয়ে  তার কিনে রাখা মেহগনি গাছ কাটতে যায়। গাছ কাটা অবস্থায় রশি দিয়ে টান দিলে গাছ তার উপড়ে পড়লে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক তাকে মৃত ঘোষণা করেন। 

মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!