ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিখোঁজের ১৫ দিন পর ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৭:০৮ পিএম

নিখোঁজের ১৫ দিন পর ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বটতলা নিজের দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের খাল থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে খালের ধারের বন কাটতে গিয়ে একই গ্রামের তাহেজ ফকির গলিত লাশ দেখে প্রতিবেশীদের খবর দিলে দলে দলে উৎসুক জনতা ভীড় করে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলিত লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশ পুরোপুরি গলে যাওয়ার কারনে চেনা না গেলেও নিখোঁজ ব্যবসায়ী রইচ উদ্দিনের একটি হাতের আঙ্গুল ৬টি হওয়ার ফলে লাশটি তারই বলে দাবী করছে পরিবার।

নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন গত ৩ নভেম্বর রাতে নিজের দোকান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ৮ নভেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত লাশ পাওয়া যায়। নিখোজ রইচ উদ্দিনকে হত্যা করে খালের ধারে ফেলে রাখা হয়েছে বলেও দাবী পরিবারের।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, বাড়ির পুকুরের ধার থেকে বন কাটতে গিয়ে একজন গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়েছে। পুরোপুরি পঁচে গলে যাওয়ার ফলে চেনার উপায় নেই। তবে নিখোজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন লাশের হাতের ৬ আঙ্গুল দেখে দাবী করছেন এটাই রইচ উদ্দিনের লাশ। ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চিৎ করা হবে বলেও জানান ওসি।

এদিকে শাহজাদপুর পৌর সদরের নলুয়া বটতলা গ্রামের শফিকুল ইসলামের বাড়ির পাশের খালে গলিত লাশ দেখে হাজার হাজার উৎসুক জনতা ভীর করেছে। বিষয়টি এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!