ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ইংরেজি-২০২৫ বর্ষবরণ

ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ১০:৩৬ এএম

ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল

ছবি: রূপালী বাংলাদেশ

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে ঠাকুরগাওয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা। জেলার সদর উপজেলার সালন্দর চাষী ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে লাখো মানুষের ঢল নামে।

বুধবার (১ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে ঘোড়দৌড় প্রতিযোগীতা ২য় বারের মত অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি চাষী ক্লাবের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চাষীক্লাবের প্রধান উপদেষ্টা মো. ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পয়গাম আলী।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

কনকনে শীত উপেক্ষা করে খেলায় মানুষের ঢল নামে। খেলা দেখে উচ্ছ্বাসিত সকল বয়সের মানুষ। প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা।

খেলা দেখার জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে চাচার বাড়িতে এসেছেন শালসা বিল জাহান প্রাপ্তি। তিনি বলেন, জীবনে কোনোদিন সরাসরি ঘোড়দৌড় খেলা দেখা হয়নি। এর ‍আগে টিভি ও ইউটিউবে দেখেছি। আজকে সরাসরি খেলা দেখে খুব ভালো লাগছে ও আমি খুব এ্যাসাইডেট।

মো. সাইফুল ইসলাম নামে এক যুবক বলেন, ঘৌড়দৌড় খেলা দেখে খুবই ভালো লাগলো। যুব সমাজ ও নতুন প্রজন্মকে খারাপ কিছু থেকে রক্ষা করতে এমন উদ্যোগ প্রমংসার দাবিদার। তাই প্রতি বছর এ ধরনের খেলার আয়োজন করা উচিত।  

যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখতে আগামীতে সকলের সহযোগীতায় চাষী ক্লাবের উদ্যোগে গ্রামীণ মেলা ও ঘৌড় দৌড় প্রতিযোগিতা করার কথা জানান চাষী ক্লাবের প্রধান উপদেষ্টা ও সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলে এলাহী মুকুট চৌধুরী।

খেলায় ২১টি ঘোড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে ২১ জন অংশগ্রহণ করেন। এতে চিরির বন্দরের কাজি আশরাফুর প্রথম ও দ্বিতীয় হন কাফি বানিয়া। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। 

আরবি/জেআই

Link copied!