ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
সিলেটে উপদেষ্টা ফরিদা

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:২৩ পিএম

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে

ছবি: রূপালী বাংলাদেশ

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে হওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।‍‍`

শনিবার (২৮ডিসেম্বর) দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোয় প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম (আশ্রয় কেন্দ্র) তৈরির পরিকল্পনা নিয়েছে। বন্যার সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে। এছাড়া সাভারে ২০২৩ সালে নির্মিত গবাদিপশুর খাবারের কারখানা শিগগিরই চালু হবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা।

ফরিদা আখতার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক জায়গায় কাজও ফেলে রাখা হয়েছে। এসবের তদন্ত হবে।’

এর আগে শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সিলেট আসেন উপদেষ্টা। দুপুরে নগরীর টিলাগড়ে নবনির্মিত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেন তিনি। এসময় সিলেট প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!