গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তের হামলা শিকার হন বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ প্রামানিক (৭২)। রবিবার ভোর রাতে শহরের ঝিলপাড়ার নিজ বাসায় এই হামলার শিকার হন তিনি।
স্থানীয়রা জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়াস্থ নিজ বাসায় হামলা শিকার হন বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ প্রামানিক।
আহত মুক্তিযোদ্ধার ছেলে জানান সুজন প্রামাণিক জানান, তারা দুই ভাই সুবাদে আশায় থাকেন। ঘটনার আগের দিন তার মা বাসায় যান। এ কারণে তার বাবা গ্রামের বাসায় একাই ছিলেন।
প্রতিবেশিরা জানান, মাঝরাতে দরজায় শব্দ করায় পরিচিত ভেবে মুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ দরজা খুলে দিলে তাৎক্ষণিক এক দুর্বৃত্ত তার ঘরে ঢোকে। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে ঘরে থাকা ধারালো বটির উপর্যুপরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান খগেন্দ্রনাথ। এ সময় চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসার আগেই দুর্বৃত্ত পালিয়ে যায়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানান শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয় মুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ প্রামানিক কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ বিষয়ে আহত মুক্তিযোদ্ধার স্ত্রী শুনতি বালা অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে রোববার গোবিন্দগঞ্জ থানায় একটি ইজাহার দিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি আছাদুজ্জামান মামলা পাওয়ার কথা স্বীকার করে জানান, এ ঘটনায় কল্পনা নামে এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :