ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৪:৫৯ পিএম

পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলিউজ্জামান মন্টু (৬৩) কে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শনিবার (৪ জানুয়ারী) সকাল দশটার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা‍‍`র চাচা এবং পুঠিয়ার কথিত ‍‍`শিক্ষা মন্ত্রী‍‍` নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি তাকে মারধর করে ভিকটিমের শরীরের হাত-পাসহ বিভিন্ন স্থানে জখম হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আ‍‍`লীগ নেতা আলিউজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে। এতে তার দুই পা ভেঙে গেছে ও শরীরে বেশ কিছু জায়গায় জখম হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে কোনও অভিযোগ এখনো পাইনি।

আরবি/জেডআর

Link copied!