গোসল করতে নেমে তিন শিশুর মধ্যে একজন নিখোঁজের ৪ ঘন্টা পর ৩য় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সরেজমিনে গিয়ে জানাগেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র দেব বিশ্বাস (৯), ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথী অয়ন বাড়ৈ (৮) কে সাথে নিয়ে খেলতে গিয়ে গতকাল শুক্রবার দুপুরে পার্শ্ববতর্ী জনৈক বজলু কাজী’র সদ্য বালু উত্তোলনকৃত ঘেরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। এ সময় ছোট বোন রাখি ও অয়ন বাড়ৈ দেবকে না পেয়ে বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ঘেরের চার পাশে হাজার হাজার লোকজন ভিড় করেন।
দীর্ঘ সময় ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজের ৪ ঘন্টা পর সন্ধ্যায় শিশু শিক্ষার্থী দেব বিশ্বাসের মরদেহ ওই ঘের থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় পরিবারসহ উপস্থিত এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশু শিক্ষার্থীর ঠাকুর দাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও খেলার সাথীকে নিয়ে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে গৌরনদী ফায়ার সার্ভিস এর সাব-অফিসার মাহাবুব আলম জানান, শুক্রবার দুপুরে এক শিশু পানিতে ডুবে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি দলের সহযোগীতায় ৪ ঘন্টা চেষ্টার পর ৩য় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে আমরা সক্ষম হই।
এ বিষয়ে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু শিশুটি সাঁতার না জানার কারনে পানিতে ডুবে মারা গেছে, সেহেতু নিহতের পরিবার ও স্থানীয়দর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :