ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বীজ আলুর দাম বেশী রাখায় মোবাইল কোর্টে জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৮:৫০ পিএম

বীজ আলুর দাম বেশী রাখায় মোবাইল কোর্টে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে নয়মাইল এলাকার মেসার্স মন্ডল ট্রেডার্স মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করা ও আলুর বীজের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল পৌনে ৫টা থেকে  শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার মেসার্স মন্ডল ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বীজ আলুর দাম বেশি রাখছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মন্ডল ট্রেডার্সে গিয়ে দেখা যায় আলুর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা নগদ জরিমানা করে আদায় করা হয়।

শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বীজ চালুর দাম বেশি রাখা ও মূল্য প্রদর্শন না করায় মন্ডল ট্রেডার্স কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।


 

আরবি/জেডআর

Link copied!