বঙ্গোপসাগরে ফিশিং বোট নিয়ে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে মোহাম্মদ মোকারম মাঝি (৪২) নামে এক জেলে নিহত হয়েছে। সে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের পুত্র।
নিহতের মামাত ভাই হাছান মাহমুদ সুজন জানান, গত বুধবার সকালে আকবরবলী ঘাট এলাকা হতে এফবি আল্লাহদান নামের ফিশিং ট্রলারসহ ২১ মাঝি মাল্লা নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। মহেশখালী সোনাদিয়া দ্বীপে পশ্চিমে সাগরে মাছ ধরা অবস্থায় একটি একদল জলদস্যু মোকারম মাঝির ট্রলারে আক্রমন করে। এক পর্যায়ে জলদস্যুরা গুলি ছুঁড়তে থাকে। এ সময় মোকারম মাঝি গুলিবিদ্ধ হয়। জলদস্যুরা মোকারম মাঝির ট্রলারের লোকজন অন্য ট্রলারে উঠে দিয়ে জলদস্যুরা ট্রলারটি নিয়ে ডাকাতি করে যাচ্ছে সাগরে। বৃহস্পতিবার সকালে মোকারম মাঝিসহ জেলেরা উপকূলে ফিরে আসে। তাৎক্ষনিক গুলিবিদ্ধ মোকারম মাঝিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঁশখালী উপজেলার মাঝ পথে মারা যায়। তবে অন্যান্য জেলেরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার।
নিহত মোকারম মাঝি উত্তর ধুরুং ইউনিয়নের সংরক্ষিত ১নং মহিলা ওয়ার্ডের রহিমা বেগমের স্বামী।
এ ব্যাপার কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেনের সাথে কথা হলে তিনি জানান, গভীর সাগরে ডাকাতি হলে থানা পুলিশের কিছু করার নেই। তবে নিহত মোকারম মাঝিকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :