নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি`র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি`র আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় মানুষের চিকিৎসা সেবায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় চিকিৎসা নিতে আসা ৩ হাজার ১০০ জন রোগী রেজিষ্ট্রেশন করে। তাদের চিকিৎসা দিতে ময়মনসিংহ ও ঢাকা থেকে আসা ৪৬ জন চিকিৎসক শিশু, মহিলা/স্ত্রীরোগ, অর্থপেডিক্স, হৃদরোগ, মেডিসিন, চর্মরোগের চিকিৎসা দেন। এছাড়া রোগীদের মধ্যে রোগ নির্ণয় করে বিনামূল্য ঔষধ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :