ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

পুত্রবধূর অপমানে শাশুড়ির আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৯:১৮ পিএম

পুত্রবধূর অপমানে শাশুড়ির আত্মহত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় পুত্রবধূর অপমান সইতে না পেরে আরজান বেগম (৬৭) নামের এক বৃদ্ধা বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত আরজান বেগম উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামের মনির সরদার স্ত্রী।

শনিবার (৪ জানুয়ারি) সকালে নিহত আরজান বেগম জড়ো হওয়া বাসার বিদ্যুৎ বিল দেয়ার জন্য কথা বললে তার ছেলের বৌয়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে সকাল ১১ টার দিকে বাসায় থাকা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। নাতি-নাতনি ও ছেলেরা মিলে তাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসান অবস্থায় ৫ জানুয়ারি সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

উল্লেখ্য যে, গত কয়েক বছর আগে নিহত আরজান বেগমের এক মেয়ে ও তার এক নাতনি একই ভাবে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ওই একই পরিবার হতে ৩ জন ব্যক্তির বিষপানে আত্মহত্যার কারণ এলাকার মানুষের মধ্যে নানান রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবি হোসেন বলেন, বিষ খাওয়ার একটি ঘটনা শুনেছি, সেখানে আমার অফিসার পাঠিয়েছি। লাশ এখনো রাজশাহী থেকে তাদের বাসায় আসেনি। দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরবি/জেডআর

Link copied!