শত্রু-মিত্র কোন বাধায় মানে না প্রেম। এবার কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ২ সন্তানের মা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদহ মোড় এলাকায় প্রেমিক মেহেদী হাসান রিংকু বাড়িতে অনশনে বসেন তিনি।
জানাগেছে অভিযুক্ত মেহেদী হাসান রিংকু একই এলাকার আব্দুল খালেকের ছেলে। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন রিংকু। ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি কুষ্টিয়া শহরের একটি মেসে থাকতেন। স্থায়ী বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। তার ১টি মেয়ে ও ১টি ছেলে সন্তান রয়েছে তার।
জানাযায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় মেহেদী হাসান রিংকুর সঙ্গে। এরপর থেকে তাদের দুজনের মোবাইল ফোনে কথা হয়। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। বিয়ের জন্য ওই নারী রিংকুকে চাপ দিতে থাকেন। তখন নানা টালবাহানা শুরু করেন অভিযুক্ত রিংকু।
বৃহস্পতিবার সকালে বিয়ের দাবিতে প্রেমিক রিংকুর বাড়িতে চলে আসেন। তাকে বিয়ে না করলে প্রেমিক রিংকুর বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন ওই নারী।
ভুক্তভোগী নারী জানান, বিয়ের প্রলোভনে আমার সঙ্গে বিয়েবহির্ভূত শারীরিক সম্পর্ক করেছে রিংকু। এখন বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাতে পারব না। মরা ছাড়া কোনো উপায় নেই। আমাকে বিয়ের আশ্বাসে আমার আগের স্বামীর সংসার ছাড়িয়েছে। শহরের একটি মেসে আমার একসাথে থেকেছি। বিয়ে ছাড়া আমার কোনো উপায় নাই। তাই অনশনে বসেছি। যতক্ষণ পর্যন্ত রিংকু ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস বা মেনে না নেবে আমি এখানেই অবস্থান করব।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, এ ব্যাপারে কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
আপনার মতামত লিখুন :