খাগড়াছড়িতে ট্রাক চাপায় ফিরোজ মিয়া (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় জাকির হোসেন (৪৫) নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের জিরো মাইল সংলগ্ন ময়লার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া বান্দরবানের লামা উপজেলার কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল পাথর বোঝাই প্রাকার নীচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হয়। জাকির হোসেন নামে অপর মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়।
খবর পেয়ে, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক চালক ও সহকারী পলাতক রয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক জব্দ করেছে।
আপনার মতামত লিখুন :