বগুড়ার শেরপুরে মাছ ধরাকে কেন্দ্র করে খুন হন মিজানুর রহমান। সেই মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে শেরপুর থানায় হস্তান্তর করা করা হয়েছে। গ্রেপ্তার আব্দুস সামাদ (৫২) ওই উপজেলার ঢেপুয়া এলাকার আলতাব আলী মন্ডলের ছেলে।
রোববার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. শামসুল ইসলাম জানান, গত শনিবার শেরপুরের তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ডের পর থেকেই নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন আব্দুস সামাদ।
গত ১৭ আগস্ট শেরপুরে লিজকৃত সরকারি জমিতে খনন করা পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। মারপিটে নিহত হন মৎস্য চাষি মিজানুর রহমান। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন :