সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ৩ যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক ২ এমপি হাবিবে মিল্লাত মুন্না, জান্নাত আরা হেনরিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯শ’ জনের বিরুদ্ধে ৩টি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় ৩টি পৃথক হত্যা মামলা দায়ের করেন প্রয়াত জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রঞ্জু শেখের স্ত্রী মাসুমপুর মহল্লার মৌসুমি খাতুন, গয়লা মহল্লার নিহত যুবদলকর্মী আব্দুল লতিফের বোন সালেহা বেগম এবং একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ।
৩টি পৃথক মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে এবং ৪৫০ জনকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা হেনরি, জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সহ, সিরাজগঞ্জ বারের পিপি এ্যাড.আব্দুর রহমান।
এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ৩ যুবদল কর্মী হত্যার ঘটনায় ৩টি পৃথক মামলা দায়ের করেছে নিহতের স্বজনরা। মামলায় ৪৭৩ জনকে জ্ঞাত ও ৪৫০ জনকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারেরর অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :