এক দফা আন্দোলনে সরকার পতনের পর ঝিনাইদহে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১ টায় ঝিনাইদহ কেদ্রীয় শহীদ মিনারে একটি আনন্দ মিছিল নিয়ে এসে তারা অবস্থান করে।
আনন্দ মিছিল শেষে ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়কেরা বক্তব্য রাখেন এ সময় তারা জানান, দেশ সংস্কারের কাজ চলছে আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের সাথে ছিলেন এবং শেষ অবধি থাকবেন। খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাকে কোন ছাড় দেওয়া হবে না। তাকে এ দেশের মাটিতে এনে আমার ভাইয়ের হত্যার বিচার করা হবে। আপনারা প্রতিশোধের নামে নামে হত্যাযোগ্য বা হত্যাকাণ্ড ভাঙচুর আগুন লুটতরাজ করবেন না।
আরো বলেন, এ দেশের শিক্ষা ব্যবস্থা আজ অধঃপতনে প্রত্যেকটি শিক্ষাঙ্গনের পাঠ্যবইয়ে পরিবর্তন আনতে হবে। আমরা যেমন ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে গেছি ঠিক তেমনি শেষ পর্যন্ত থাকবো যতদিন না এ দেশে শান্তি অবস্থান করে।
আপনার মতামত লিখুন :