ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৮:১৮ এএম

নারায়ণগঞ্জে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনাগাঁও মেঘনা ঘাটে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে এদিন ৫টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। কাজ করে আগুন নিয়ন্ত্রণে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

জানা গেছে, ফ্রেশ টিস্যুর গোডাউনে আগুন লাগার পর প্রথমে সোনারগাঁও, গজারিয়া,এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে আসে।

তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আরবি/জেআই

Link copied!