ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহে নিহত চার শিক্ষার্থীর নামে রাস্তার নামকরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৬:১৯ পিএম

ঝিনাইদহে নিহত চার শিক্ষার্থীর নামে রাস্তার নামকরণ

ছবি: রূপালী বাংলাদেশ

বিচারবহির্ভূত হামলায় নিহত চার ছাত্রের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল বেলা উপজেলা শহরে নিহতদের নামে নামফলকের উদ্বোধন করা হয়।

১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মী আসলাম হোসেন, ২০১৬ সালে আবুজর গিফারী, শামীম মাহমুদ ও মহিউদ্দিন সোহাগকে হত্যা করা হয়।নামফলকের উদ্বোধন করার সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু তালিবসহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে কালীগঞ্জ গান্না সড়কের চাপালি সড়কে শিবির কর্মী আবু জর গিফারীর স্মরণে সড়কের নামকরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়কে শিবিরকর্মী আসলাম হোসাইন, শামীম মাহমুদ, মহিউদ্দিন সোহানের নামে সড়কের নামকরণ করা হয়। সড়কের নামফলক উদ্বোধন শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরবি/জেডআর

Link copied!