ময়মনসিংহের নান্দাইলে বেগুন ক্ষেতে মড়ক দেখা দিয়েছে।এতে বেগুন ক্ষেত রক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বেগুন চাষিরা।ফসল তোলার আগ মুহূর্তে মড়ক দেখা দেওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের কৃষক আলম মিয়া,চরকামট খালী গ্রামের কৃষক আসাদ মিয়া,দ্বিন ইসলাম, লিয়াকত আলীসহ অনেক বেগুন চাষির বেগুন ক্ষেত এ রোগে আক্রান্ত হয়েছে।
সরেজমিন চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের কৃষক আলম মিয়ার বেগুন ক্ষেতে গিয়ে দেখা গেছে বেশীর ভাগ গাছে মড়ক লেগেছে।মড়ক লাগা গাছের পাতা লালচে বর্ণ ধারণ করেছে। কৃষক এসব গাছ তুলে ক্ষেত থেকে ফেলে দিচ্ছেন। গাছের পাতায় লালচে বর্ণ ধরার সপ্তাহ খানেকের মধ্যে গাছ মরে যাচ্ছে।
কৃষক আলম মিয়া বলেন, ৪০ শতক জায়গায় বেগুন চাষ করেছি। ইতিমধ্যে গাছে ফুল ও বেগুন আসতে শুরু করেছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে পুরোদমে বেগুন বাজারে বিক্রি করতে পারতাম।
তিনি আরো জানান, প্রথম থেকে ক্ষেতের বেগুন গাছ বেশ হৃষ্টপুষ্ট ছিল। গাছে ফুল ও ফল আসায় উৎপাদিত বেগুন থেকে আশানুরূপ লাভবান হবেন এমন আশা নিয়ে বুক বেঁধে ছিলেন। কিন্তু হঠাৎ বেগুন ক্ষেতে মড়ক দেখা দেয় এবং গাছগুলোর মধ্যে দু-একটি করে মরে যেতে শুরু করে।এ রোগ থেকে রক্ষা করতে ওষুধ স্প্রে করেও গাছ রক্ষা করা যাচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, আমি আলমের বেগুন ক্ষেত পরিদর্শন করেছি। বেগুন গাছে মাকড়শার আক্রমণ হয়েছে।ঔষধ লিখে দিয়েছি। বেগুন ক্ষেতে ঔষধটি দুইবার ব্যবহার করলে মাকড়শার আক্রমণ কমে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, পোকার আক্রমণে বা ছত্রাকের কারণে বেগুনগাছের পাতা লালচে হয়ে থাকে। বিষয়টি দেখার জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা খোঁজ নিচ্ছেন। সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন করে চাষিদের পরামর্শ দেব।
আপনার মতামত লিখুন :